বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘এই মুহূর্তে জাতির সামনে একটাই এজেন্ডা দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন ছাড়া এই মুহূর্তে জাতির আর কোন এজেন্ডা নেই। সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে সাধারণ সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করব। এর আগে যারা গণভোট চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি নয়, গণভোট হতে পারে নির্বাচনের পর। যে নির্বাচিত সংসদ হবে, সেই নির্বাচিত সংসদে যখন এই জুলাই সনদের যে দিকগুলো পাশ হয়েছে। যে দিকগুলো নিয়ে সকলেই ঐক্যমত হয়েছি আমরা। সেই দিকগুলো ও এজেন্ডাগুলো পাশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সমগ্র জাতি সমর্থন করবে।’
তিনি আরও বলেন, বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে। হয়তো খুব শিগগিরই বিএনপি তাদের মনোনয়ন পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশ করবে। সেটা যেকোন সময় হতে পারে। এটা সুনিদিষ্ট ভাবে বলতে পারব না। আগামী সপ্তাহে থেকে শুরু হতে পারে। একদিন না, পর্যায়ক্রমে এই তালিকা প্রকাশ হবে।
বহিষ্কার হওয়া নেতাকর্মীদের সম্পর্কে তিনি বলেন, ‘যারা বহিস্কার অবস্থায় দলে কাজ করছে, তাদের ব্যাপারে দল নমনীয়। পর্যায়ক্রমে তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হবে। তবে যারা দলে কাজ করছে না। এখনও যারা বিরোধিতাই করছে, তাদের ব্যাপারে দল নমনীয় হবে না।
উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহআলম ভূইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।



















