ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপি নেতার বাস ভাঙচুরে অভিযুক্ত জেলা ছাত্রদল নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

বগুড়ায় নিজ দলের এক নেতার বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসম্পাদক আতিকুল আতিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে পুরান বগুড়া নর্থবেঙ্গল সাব ফ্যাক্টরির কাছে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন আতিকুল আতিক। এ সময় গাড়ি ধোয়ার পানির ছিটা তার গায়ে পড়লে বাসের স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে আতিক তার অনুসারীদের ডেকে এনে বাসটিতে ভাঙচুর চালান। আগুন লাগানোর চেষ্টা করা হলেও মোটর শ্রমিক নেতাদের হস্তক্ষেপে তা রোধ হয়।

 

বাসটির মালিক মিজানুর রহমান মিজান, যিনি জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গতকালই নতুন করে বডি বানিয়ে গাড়িটা রাস্তায় নামিয়েছিলাম। ছাত্রদলের এক নেতার এমন আচরণে আমি হতবাক।”

 

 

তিনি ফেসবুকে লিখেছেন, “ক্ষমতায় না আসতেই দলের নামে বাহাদুরি! বিএনপি ও ছাত্রদলের ফোন পেয়েও ভাঙচুর থামেনি।”

 

 

এ ঘটনায় মিজানুর রহমান মিজান বগুড়া সদর থানায় আতিকুল আতিক ও তার সহযোগী সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

 

বগুড়া সদর থানার দারোগা নজরুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ফ্যাসিবাদবিরোধী আসিফ মাহমুদও এখন ফ্যাসিস্ট-লুটপাটকারী: তারেক রহমান

বগুড়ায় বিএনপি নেতার বাস ভাঙচুরে অভিযুক্ত জেলা ছাত্রদল নেতা

আপডেট সময় ০৮:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বগুড়ায় নিজ দলের এক নেতার বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসম্পাদক আতিকুল আতিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে পুরান বগুড়া নর্থবেঙ্গল সাব ফ্যাক্টরির কাছে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন আতিকুল আতিক। এ সময় গাড়ি ধোয়ার পানির ছিটা তার গায়ে পড়লে বাসের স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে আতিক তার অনুসারীদের ডেকে এনে বাসটিতে ভাঙচুর চালান। আগুন লাগানোর চেষ্টা করা হলেও মোটর শ্রমিক নেতাদের হস্তক্ষেপে তা রোধ হয়।

 

বাসটির মালিক মিজানুর রহমান মিজান, যিনি জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গতকালই নতুন করে বডি বানিয়ে গাড়িটা রাস্তায় নামিয়েছিলাম। ছাত্রদলের এক নেতার এমন আচরণে আমি হতবাক।”

 

 

তিনি ফেসবুকে লিখেছেন, “ক্ষমতায় না আসতেই দলের নামে বাহাদুরি! বিএনপি ও ছাত্রদলের ফোন পেয়েও ভাঙচুর থামেনি।”

 

 

এ ঘটনায় মিজানুর রহমান মিজান বগুড়া সদর থানায় আতিকুল আতিক ও তার সহযোগী সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

 

বগুড়া সদর থানার দারোগা নজরুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”