খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন নেতাকর্মী।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আল মামুন।
প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, আইনজীবী ফোরামের সভাপতি রিফল চাকমা, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান এবং গুইমারা উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী উক্যনু মারমা।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন নেতাকর্মী আপ্রুসি মারমা ও মো. ইউছুপের নেতৃত্বে ছাত্রদলে যোগ দেন।
নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।










