ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে রয়েছে, তাদের সঙ্গেই জোট হবে: হাসনাত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির সঙ্গে জোট হচ্ছে কি না, আমি জানি না। তবে ৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা তাদের সঙ্গেই থাকব।”

 

শনিবার দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

 

নির্বাচনে শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “কোন নীতিমালার ভিত্তিতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি, তা আমাদের জানানো হয়নি। আবার অন্যান্য দলকে কোন নীতিতে প্রতীক দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি। এর মানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একধরনের গোঁয়ার্তুমি আছে। নির্বাচন কমিশন গঠনের সময় এর নীতিমালা কী ছিল, সেটিও পরিষ্কার নয়।”

 

তিনি আরও বলেন, “সংস্কার ও শাপলা প্রতীক নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত। আমরা জানতে চাই, আমাদের প্রতীক কেন দেওয়া হবে না—তার আইনি ব্যাখ্যা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে, তারা ব্যাখ্যা দেবে না। এটি একটি সাংবিধানিক ও জনগণের প্রতিষ্ঠান। জনগণের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানের জবাবদিহির দায়িত্ব তাদেরই।”

জনপ্রিয় সংবাদ

‘জান্নাতের টিকিট বিক্রি করবেন না, জান্নাত এত সস্তা নয়’

৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে রয়েছে, তাদের সঙ্গেই জোট হবে: হাসনাত

আপডেট সময় ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির সঙ্গে জোট হচ্ছে কি না, আমি জানি না। তবে ৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা তাদের সঙ্গেই থাকব।”

 

শনিবার দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

 

নির্বাচনে শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “কোন নীতিমালার ভিত্তিতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি, তা আমাদের জানানো হয়নি। আবার অন্যান্য দলকে কোন নীতিতে প্রতীক দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি। এর মানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একধরনের গোঁয়ার্তুমি আছে। নির্বাচন কমিশন গঠনের সময় এর নীতিমালা কী ছিল, সেটিও পরিষ্কার নয়।”

 

তিনি আরও বলেন, “সংস্কার ও শাপলা প্রতীক নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত। আমরা জানতে চাই, আমাদের প্রতীক কেন দেওয়া হবে না—তার আইনি ব্যাখ্যা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে, তারা ব্যাখ্যা দেবে না। এটি একটি সাংবিধানিক ও জনগণের প্রতিষ্ঠান। জনগণের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানের জবাবদিহির দায়িত্ব তাদেরই।”