ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন: মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

 

রবিবার (২ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকির।

 

 

মাসুদ সাঈদী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।’

 

তিনি আরো বলেন, ‘সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু জন্মলগ্ন থেকেই আমাদের দেশ সুশাসনের অভাবে ভুগছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা নয়—নিজস্ব স্বার্থসিদ্ধির রাজনীতি করেছেন।’

 

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এমন নেতৃত্বকেই সামনে আনতে হবে।

 

সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহি ও সততা। নেতৃত্ব যদি সৎ না হয়, প্রশাসন কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না; নেতৃত্ব যদি দেশপ্রেমিক না হয়, জাতি আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, দুর্নীতিমুক্ত করার নির্বাচন, ইনসাফ কায়েমের নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

 

 

মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক।

 

 

সভায় আরো বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ, মালিখালি ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবু নেওয়াজ ও ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক।

 

এছাড়া মালিখালি ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাওলাদার, নাসিরুদ্দিন শেখ, তপন কুমার মণ্ডল, সুজিত গাইন, নাসিম শেখ, শহিদুল ইসলাম, মনোজ কান্তি মণ্ডল, নাসরিন আক্তার, শোভা রানী মণ্ডল এবং পাড়েরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো. খায়রুল আকন বক্তব্য দেন।

 

সভায় মালিখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

 

 

জনপ্রিয় সংবাদ

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে

যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন: মাসুদ সাঈদী

আপডেট সময় ০৯:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

 

রবিবার (২ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকির।

 

 

মাসুদ সাঈদী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।’

 

তিনি আরো বলেন, ‘সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু জন্মলগ্ন থেকেই আমাদের দেশ সুশাসনের অভাবে ভুগছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা নয়—নিজস্ব স্বার্থসিদ্ধির রাজনীতি করেছেন।’

 

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এমন নেতৃত্বকেই সামনে আনতে হবে।

 

সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহি ও সততা। নেতৃত্ব যদি সৎ না হয়, প্রশাসন কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না; নেতৃত্ব যদি দেশপ্রেমিক না হয়, জাতি আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, দুর্নীতিমুক্ত করার নির্বাচন, ইনসাফ কায়েমের নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

 

 

মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক।

 

 

সভায় আরো বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ, মালিখালি ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবু নেওয়াজ ও ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক।

 

এছাড়া মালিখালি ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাওলাদার, নাসিরুদ্দিন শেখ, তপন কুমার মণ্ডল, সুজিত গাইন, নাসিম শেখ, শহিদুল ইসলাম, মনোজ কান্তি মণ্ডল, নাসরিন আক্তার, শোভা রানী মণ্ডল এবং পাড়েরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো. খায়রুল আকন বক্তব্য দেন।

 

সভায় মালিখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।