ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে।’

 

মঙ্গলবার বিকেলে খেলাফত মজলিশ মদন উপজেলা শাখার আয়োজিত পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আগামী বাংলাদেশে জুলাই সনদ আইন ভিত্তি প্রদার করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে।

 

 

বক্তব্য শেষে খেলাফত মজলিশের প্রতীক রিকশা মার্কায় ভোট চান তিনি। এ সময় তিনি নেত্রকোণা তিনটি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে এমপি প্রার্থী মনোনীত করা হয়।

 

বক্তব্যে আরো বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন। বিগত ১৫ বছর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটকেন্দ্রগুলো কুকুরের দখলে ছিল। বিনা ভোটে ১৫০ এর বেশী আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল। আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো সংঘাত আমরা দেখতে চাই না।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে: মামুনুল হক

আপডেট সময় ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে হবে।’

 

মঙ্গলবার বিকেলে খেলাফত মজলিশ মদন উপজেলা শাখার আয়োজিত পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আগামী বাংলাদেশে জুলাই সনদ আইন ভিত্তি প্রদার করার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে।

 

 

বক্তব্য শেষে খেলাফত মজলিশের প্রতীক রিকশা মার্কায় ভোট চান তিনি। এ সময় তিনি নেত্রকোণা তিনটি আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া, আটপাড়া) আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে এমপি প্রার্থী মনোনীত করা হয়।

 

বক্তব্যে আরো বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন ধরনের নির্বাচন। বিগত ১৫ বছর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটকেন্দ্রগুলো কুকুরের দখলে ছিল। বিনা ভোটে ১৫০ এর বেশী আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে তামাশায় পরিণত করেছিল। আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো সংঘাত আমরা দেখতে চাই না।