জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’এর ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’বলে দাবি করেছেন।
মামলায় কর্মকর্তাদের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি জানান, মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৮ই জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ‘জুলাই যোদ্ধা’জাহাঙ্গীর আলম।
মামলার অভিযোগে বলা হয়, এ বছরের ২৭ মে দুপুরে জাহাঙ্গীর আলম অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে গেলে সেখানে তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে মারধর করা হয়। এ সময় তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর আবারও তাকে নির্যাতন করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’স্বীকারের জন্য চাপ দেয়া হয়।




















