ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করব: নাসীরুদ্দীন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত ও সরকার গঠনের পর সেই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

তিনি বলেন, যেহেতু দেশ একটি সংকটের মুহূর্তে রয়েছে, সেই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারো সঙ্গে এনসিপির জোট হতে পারে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

 

নাসীরুদ্দীন বলেন, বিচার ও সংস্কারের বিষয়ে যদি সমাধান না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাবো না।

 

এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

 

এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 

তিনি বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

নিরপরাধ মানুষ হত্যা পৃথিবীকে হত্যার সমতুল্য

সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করব: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৮:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত ও সরকার গঠনের পর সেই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

তিনি বলেন, যেহেতু দেশ একটি সংকটের মুহূর্তে রয়েছে, সেই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারো সঙ্গে এনসিপির জোট হতে পারে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

 

নাসীরুদ্দীন বলেন, বিচার ও সংস্কারের বিষয়ে যদি সমাধান না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাবো না।

 

এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

 

এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 

তিনি বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।