ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শেকৃবিতে এক নারী শিক্ষার্থী বহিষ্কার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি ও উস্কানিমূলক মন্তব্য করায় তদন্ত কমিটির সুপারিশে চলমান সেমিস্টার থেকে এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশে শিক্ষার্থী ধনীশ্রী রায় (রেজি. নং ১৯-০৫১৯৬)-কে চলমান সেমিস্টার থেকে সাময়িকভাবে এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

উল্লেখ্য, সম্প্রতি ধনীশ্রী রায় তার ফেসবুক আইডি থেকে বর্তমান জেনারেশনকে বাস্টার্ড জেনারেশন এবং মুসলিম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

পরে অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: ডা. তাহের

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শেকৃবিতে এক নারী শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি ও উস্কানিমূলক মন্তব্য করায় তদন্ত কমিটির সুপারিশে চলমান সেমিস্টার থেকে এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশে শিক্ষার্থী ধনীশ্রী রায় (রেজি. নং ১৯-০৫১৯৬)-কে চলমান সেমিস্টার থেকে সাময়িকভাবে এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

উল্লেখ্য, সম্প্রতি ধনীশ্রী রায় তার ফেসবুক আইডি থেকে বর্তমান জেনারেশনকে বাস্টার্ড জেনারেশন এবং মুসলিম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

পরে অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।