ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের মারধরের ঘটনায় কৃষক দল নেতা কারাগারে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী ধার্য তারিখে তার রিমান্ড শুনানি হবে।

 

 

পুলিশ জানায়, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর জমি দখলের উদ্দেশ্যে শাহাদাৎ ও তার অনুসারীরা তিন দিন ধরে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখে। শাহাদাৎ হোসেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই-রাব্বির বাবা।

 

এর আগে গত বুধবার বিকেলে ওই ঘটনার খবর সংগ্রহে গেলে শাহাদাৎ ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু। হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাদাৎকে আটক করে। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আকাশ বাদী হয়ে শাহাদাৎ, শহীদ ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

রিমান্ড শুনানি পরবর্তী ধার্য তারিখে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

নিরপরাধ মানুষ হত্যা পৃথিবীকে হত্যার সমতুল্য

সাংবাদিকদের মারধরের ঘটনায় কৃষক দল নেতা কারাগারে

আপডেট সময় ১১:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী ধার্য তারিখে তার রিমান্ড শুনানি হবে।

 

 

পুলিশ জানায়, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর জমি দখলের উদ্দেশ্যে শাহাদাৎ ও তার অনুসারীরা তিন দিন ধরে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখে। শাহাদাৎ হোসেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই-রাব্বির বাবা।

 

এর আগে গত বুধবার বিকেলে ওই ঘটনার খবর সংগ্রহে গেলে শাহাদাৎ ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু। হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাদাৎকে আটক করে। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আকাশ বাদী হয়ে শাহাদাৎ, শহীদ ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

রিমান্ড শুনানি পরবর্তী ধার্য তারিখে অনুষ্ঠিত হবে।