তথ্য সংগ্রহে গিয়ে দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়স্থ সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহতেশামুল হক শাওন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং কামরুল হোসেন মনি খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য। এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেয়ার জন্য একটি নাম্বারে কল করলে বিপ্লব আবির নামে একজন রিসিভ করে কথা বলতে বলতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে শান্ত হলে শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আসতে বলেন। এসময় তিনি ও স্টাফ রিপোর্টার মনি সেখানে গিয়ে দেখেন ৭/৮ জন অপেক্ষা করছে। তখন কথা বলার এক পর্যায়ে দুবৃর্ত্তরা জিজ্ঞেস করেন ব্যুরো চীফ কে? পরিচয় দেয়ার সাথে সাথে তারা আমার উপরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। তিনি দৌড়ে পাশর্^বর্তী টাইগার গার্ডেনে আশ্রয় নিলেও মনিকে তারা মারতে মারতে মাটিতে ফেলে পাড়াতে থাকে। আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়।
এদিকে সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে জরুরী সেবা ৯৯৯ এ কল করলে প্রায় পৌণে এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছায়। এতে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে।





















