জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমার প্রত্যাশা—আমার মক্কেলরা খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। ট্রাইব্যুনালের সব বিচারপতিকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে সাক্ষ্যগ্রহণ, জেরা ও জবানবন্দি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং অবশেষে রায়ের দিন ধার্য করেছেন।”
বিচারপ্রক্রিয়া নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আমির হোসেন বলেন,
“আমি কোনো অস্বস্তি দেখিনি, কেউ আমাকে বাধা দেয়নি। রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ সরবরাহ করা হয়েছে। সাক্ষ্য, জেরা ও দালিলিক প্রমাণের আলোকে আমি আমার দায়িত্ব পালন করেছি। সব কিছু বিবেচনায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার মক্কেলরা খালাস পাবেন।”
উল্লেখ্য, জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগের বিচার প্রক্রিয়া সম্প্রতি শেষ হয়েছে। আজ ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করে।

























