ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থীতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি জানিয়েছেন, তিনি এক রাতেই দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে ভয়াবহ হুমকির মুখে পড়েছেন। বৃহস্পতিবার রাতে টানা তিন ঘণ্টায় পাওয়া এসব কল ও মেসেজে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাদি লেখেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে… আমাকে হত্যা করবে, আমার বাড়িতে আগুন দেবে এবং আমার পরিবারকে ধর্ষণের হুমকি দিচ্ছে।”
তিনি আরও লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমার বাড়ি-ঘর জ্বালিয়েও দেওয়া হয়, আমি এক চুলও নড়ব না। ইনশাআল্লাহ।”
পরবর্তী পোস্টে তিনি কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে দেখা যায় মধ্যরাতের পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন স্থান থেকে তাকে কল ও মেসেজ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ইতোমধ্যে ‘ভোটারযোগ’ কার্যক্রম শুরু করেছেন। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে শাহবাগে তিনি ‘জনতার প্রতিরোধ’ কর্মসূচিও পরিচালনা করেন।

























