গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হলে হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণ মিলবে। তিনি বলেন, “আমরা রাজপথে ৮ বছর ধরে রক্ত ঝরিয়েছি, কিন্তু উপদেষ্টা হয়েছেন বসন্তের কোকিলেরা। যাদের নিয়ে নানা অভিযোগ শুনছি—তদন্ত করলে দুই-চারজনের বিরুদ্ধেই হাজার কোটি টাকা লোপাটের সত্য বেরিয়ে আসবে।”
শুক্রবার (১৪ নভেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ ও জুলাই সনদ বাস্তবায়নের গেজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে নুর এসব কথা বলেন।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থান বিবেচনায় বিএনপি ও জামায়াতকে একই প্ল্যাটফর্মে আনতে কাজ করছে গণঅধিকার পরিষদ। নুর বলেন, “আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, তার বাস্তবায়ন হচ্ছে। গণভোট ও নির্বাচন একদিনে করার সিদ্ধান্ত সরকার নিয়েছে—যা আমাদের দাবি ছিল। দুই কক্ষে পিআর সম্ভব নয়, তবে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালুর যে সিদ্ধান্ত হয়েছে, তা আমরা স্বাগত জানাই।”
প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ জারিকে রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে দেখছে জানিয়ে তিনি বলেন, “সব দলের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও এখন আর নেতিবাচক ভাবার সুযোগ নেই। আমাদেরও ‘চাওয়া না পাওয়ার’ বেদনা আছে, তবুও দেশের স্বার্থে আমরা দায়িত্বশীল আচরণ করছি।”
পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ‘শনির দশা’ নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন নুরুল হক নুর। তিনি বলেন, “যারা নির্বাচনে যাবে না তারা যাই ভাবুক, প্রধান উপদেষ্টা ও সরকারের নেওয়া সিদ্ধান্তের পথে সবাইকে হাঁটতে হবে। বেশি চালাকি করলে দুর্ভাগ্য অনিবার্য।”

























