ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলা বলায় গ্রেফতার—জাতির চেতনার পরিপন্থী’: কালিহাতীতে বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের কালিহাতীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সরকার যেভাবে একতরফাভাবে কাজ করছে, তা দেশের রাজনৈতিক পরিবেশ ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া বড় ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

বঙ্গবীর বলেন, দুই-তিন মাস কিছু বিষয় সহনীয় হলেও পরবর্তীতে দেশের পরিস্থিতি একতরফা হয়ে উঠেছে। “জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি—এগুলো কি একতরফা নয়? সেটা জনগণই বোঝে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। তিনি অধ্যাপক ইউনূসকে যেভাবে আগে থেকেই চিনেছিলেন, আমরা তা বুঝতে পারিনি—অনেক পরে বুঝেছি।”

এসময় জামিনে মুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধারা অবহেলা ও উপেক্ষার শিকার হয়ে আসছেন। আজকের পরিস্থিতি সেই দীর্ঘদিনের উপেক্ষারই ফল।

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

জয় বাংলা বলায় গ্রেফতার—জাতির চেতনার পরিপন্থী’: কালিহাতীতে বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

 

টাঙ্গাইলের কালিহাতীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সরকার যেভাবে একতরফাভাবে কাজ করছে, তা দেশের রাজনৈতিক পরিবেশ ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া বড় ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

বঙ্গবীর বলেন, দুই-তিন মাস কিছু বিষয় সহনীয় হলেও পরবর্তীতে দেশের পরিস্থিতি একতরফা হয়ে উঠেছে। “জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি—এগুলো কি একতরফা নয়? সেটা জনগণই বোঝে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। তিনি অধ্যাপক ইউনূসকে যেভাবে আগে থেকেই চিনেছিলেন, আমরা তা বুঝতে পারিনি—অনেক পরে বুঝেছি।”

এসময় জামিনে মুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধারা অবহেলা ও উপেক্ষার শিকার হয়ে আসছেন। আজকের পরিস্থিতি সেই দীর্ঘদিনের উপেক্ষারই ফল।

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।