দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়া এলাকার নিজ বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, যেহেতু তিনি ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই তাকে আটক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।
এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে বিকৃত যৌন আচরণের বিস্তর অভিযোগ তুলে ধরেন। অভিযোগকারীরা দাবি করেন, দীর্ঘ সময় ধরে ড. এরশাদ হালিম শিক্ষার্থীদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন।
এ ছাড়া রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে পরিচয় গোপন রেখে দুইজন ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তারা অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন।
বর্তমানে পুলিশ অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং বিস্তারিত তদন্তের প্রস্তুতি নিচ্ছে।


























