জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ইসলামকে সামনে এনে ভোট চাইছে—এ অভিযোগ তুলে তাদের “পেটানোর” সিদ্ধান্ত নিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সংগঠনটির হোয়াটসঅ্যাপ গ্রুপ মিটিংয়ে ছড়ানো এক অডিও বার্তায় এ মন্তব্য পাওয়া গেছে, যা বাংলা এডিশনের হাতে আসে।
ওই ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভাপতি আজাদুল ইসলাম আজাদ অভিযোগ করেন, জামায়াতের নারী সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে ধর্মপ্রাণ নারী ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। তিনি নেতাকর্মীদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সতর্ক করার আহ্বান জানান।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন বলেন, স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয়তার বিষয়টি পুরোপুরি বন্ধ করা না পারলেও কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তিনি জানান, তাদের এলাকায় জামায়াতের মহিলা রোকন ও ইউনিয়ন আমিরের বাড়ি হওয়ায় পরিস্থিতি জটিল।
তবে সাধারণ সম্পাদক আইয়ুব আলী বক্তব্যে আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, “জামায়াতের যারা ইসলামকে দোহাই দিয়ে ভোট চাচ্ছে, তাদেরকে এলাকায় যেখানে পাবেন, সেখানে ধরে পিটানো হবে।”
এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী অভিযোগটি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন। তিনি বলেন, বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ ভিত্তিহীন। ভোট চাওয়া গণতান্ত্রিক অধিকার, তাই তারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং যাবেন।

























