ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবীর কাদের সিদ্দিকী: ‘জয় বাংলা’ বলার জন্য গ্রেপ্তার করা দেশের চেতনার সঙ্গে যায় না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম শুক্রবার (১৪ নভেম্বর) বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা দেশের জন্য মঙ্গলজনক নয়। তিনি বলেন, সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবীর এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলার কারণে গ্রেপ্তার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা কি একতরফা না দুই-তরফা, জনগণ বুঝে।

এ সময় কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান, কারণ তিনি অধ্যাপক ইউনূসকে আগে থেকেই চিনেছেন, যা আমরা পরে বুঝেছি। সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও বলেন, ১৯৭২ সাল থেকে মুক্তিযোদ্ধারা অবহেলিত ও উপেক্ষিত হয়ে আসছে, আজ যা ঘটছে তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল।

সংবাদটিতে সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বঙ্গবীর কাদের সিদ্দিকী: ‘জয় বাংলা’ বলার জন্য গ্রেপ্তার করা দেশের চেতনার সঙ্গে যায় না

আপডেট সময় ০৯:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম শুক্রবার (১৪ নভেম্বর) বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা দেশের জন্য মঙ্গলজনক নয়। তিনি বলেন, সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবীর এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলার কারণে গ্রেপ্তার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা কি একতরফা না দুই-তরফা, জনগণ বুঝে।

এ সময় কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান, কারণ তিনি অধ্যাপক ইউনূসকে আগে থেকেই চিনেছেন, যা আমরা পরে বুঝেছি। সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও বলেন, ১৯৭২ সাল থেকে মুক্তিযোদ্ধারা অবহেলিত ও উপেক্ষিত হয়ে আসছে, আজ যা ঘটছে তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল।

সংবাদটিতে সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।