ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবির দেশের মানুষের ন্যায়ের পক্ষে লড়ে যাবে: ডাকসু ভিপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

ডাকসু ভিপি সাদেক কায়েম বলেছেন, “খুনি হাসিনা ছাত্রশিবিরের ওপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছে এবং সর্বশেষ ছাত্রশিবিরকে নিষিদ্ধও করেছিল। কিন্তু ছাত্রশিবির মানুষের হৃদয়ে থেকে গেছে এবং হাসিনা দিল্লিতে পালিয়েছে। ছাত্রশিবির দেশের মানুষের ন্যায়ের পক্ষে লড়ে যাবে।”

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির আয়োজিত ২০২৪–২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় তিন হাজারেরও বেশি নবীন শিক্ষার্থীকে ফুল, কলম, বইসহ নানা উপহার দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

 

 

 

ডাকসু ভিপি সাদেক কায়েম আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, “আজকের নবীনবরণ থেকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং তার ফাঁসি নিশ্চিত করতে হবে। তার সহযোগীদেরও বিচারের আওতায় আনতে হবে।”

 

তিনি আরও বলেন, “যারা মাথাচাড়া দিতে চায়, তাদের প্রতিহত করুন। হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে।”

 

রাবি শিক্ষার্থীদের ত্যাগের কথা উল্লেখ করে সাদেক কায়েম বলেন, “ছোটবেলা থেকে রাবি শিক্ষার্থীদের ত্যাগের গল্প শুনে বড় হয়েছি। বিগত ফ্যাসিবাদী সময়ে এই ক্যাম্পাসে গণরুম ও গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলত। শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণ করা হতো। কেউ ইসলাম চর্চা করলে তাকে ট্যাগিং করা হতো।”

 

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। রাবি ছাত্রশিবিরের সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে এবং ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু ভিপি সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, কলা অনুষদের ডিন বেলাল হোসেন, রাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ অন্যান্য

নেতাকর্মী।

 

জনপ্রিয় সংবাদ

রাকসু জিএস আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল: ছাত্রদল

ছাত্রশিবির দেশের মানুষের ন্যায়ের পক্ষে লড়ে যাবে: ডাকসু ভিপি

আপডেট সময় ১০:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ডাকসু ভিপি সাদেক কায়েম বলেছেন, “খুনি হাসিনা ছাত্রশিবিরের ওপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছে এবং সর্বশেষ ছাত্রশিবিরকে নিষিদ্ধও করেছিল। কিন্তু ছাত্রশিবির মানুষের হৃদয়ে থেকে গেছে এবং হাসিনা দিল্লিতে পালিয়েছে। ছাত্রশিবির দেশের মানুষের ন্যায়ের পক্ষে লড়ে যাবে।”

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির আয়োজিত ২০২৪–২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় তিন হাজারেরও বেশি নবীন শিক্ষার্থীকে ফুল, কলম, বইসহ নানা উপহার দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

 

 

 

ডাকসু ভিপি সাদেক কায়েম আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, “আজকের নবীনবরণ থেকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং তার ফাঁসি নিশ্চিত করতে হবে। তার সহযোগীদেরও বিচারের আওতায় আনতে হবে।”

 

তিনি আরও বলেন, “যারা মাথাচাড়া দিতে চায়, তাদের প্রতিহত করুন। হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে।”

 

রাবি শিক্ষার্থীদের ত্যাগের কথা উল্লেখ করে সাদেক কায়েম বলেন, “ছোটবেলা থেকে রাবি শিক্ষার্থীদের ত্যাগের গল্প শুনে বড় হয়েছি। বিগত ফ্যাসিবাদী সময়ে এই ক্যাম্পাসে গণরুম ও গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলত। শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণ করা হতো। কেউ ইসলাম চর্চা করলে তাকে ট্যাগিং করা হতো।”

 

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। রাবি ছাত্রশিবিরের সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে এবং ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু ভিপি সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, কলা অনুষদের ডিন বেলাল হোসেন, রাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ অন্যান্য

নেতাকর্মী।