ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানি নাসিরকে বিয়ে করলেন ভারতীয় সরবজিৎ, নাম রাখা হল ‘নূর’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

 

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারতীয় নারী সরবজিৎ কৌরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তার ভিসার মেয়াদ শেষ হলেও তিনি ভারতে ফেরেননি। শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে গিয়ে ইসলাম গ্রহণ ও পাকিস্তানি নাগরিককে বিয়ের পর থেকেই তিনি ‘আত্মগোপনে’ চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

 

 

পাঞ্জাবের শেখপুরা জেলার পুলিশ কর্মকর্তা বিলাল জাফর শেখ জানান, ৪৮ বছর বয়সী সরবজিৎ কৌর পাকিস্তানের নাসির হুসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই তাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে কয়েকটি এলাকায় তল্লাশি চালানো হলেও, সন্ধান মেলেনি। নাসিরের বাড়িও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

 

জানা গেছে, সরবজিৎ কৌর ৪ নভেম্বর শিখ তীর্থযাত্রীদের দলের সঙ্গে পাকিস্তান পৌঁছান। পরদিন নানকানা সাহিব যাওয়ার কথা থাকলেও ৭ নভেম্বর তিনি শেখপুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হয়ে জানান, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাসির হুসেনকে বিয়ে করেছেন। তার নতুন নাম রাখা হয়েছে ‘নূর’।

 

বিয়ের নথি অনুযায়ী, নাসির হুসেনের বয়স ৪৩ বছর ও দেনমোহর ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। নাসির আগে থেকেই বিবাহিত, নথিতে এটিও উল্লেখ রয়েছে।

 

আইনজীবী আহমেদ হাসান পাশা জানান, বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে ও এই দম্পতি দীর্ঘ ৯ বছর ধরে একে অপরকে চিনতেন। ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের যোগাযোগ ও ছয় মাস আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

 

তবে ১৫ নভেম্বর দুই দেশের কর্মকর্তাদের সামনে তাদের জবানবন্দি নেওয়ার জন্য ডাকা হলেও তারা হাজির হননি। এরপর থেকেই নাসিরের ফোন বন্ধ ও দম্পতির অবস্থান অজানা।

 

 

এদিকে, শেখপুরা পুলিশের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন সরবজিৎ কৌর। অভিযোগে তিনি বলেছেন, আমাকে কেউ অপহরণ করেনি, আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি ও নাসিরকে বিয়ে করেছি। পুলিশ বাড়িতে ঢুকে জোর করে আমাকে নিয়ে যেতে চাইলে আমি অস্বীকৃতি জানাই।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পাঞ্জাব পুলিশের মুখপাত্র রানা ইউনুস বলেন, আমরা কাউকে হয়রানি করিনি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই একাধিক সংস্থা তদন্ত করছে।

 

ভারতের পাঞ্জাবের কাপুরথালায় সরবজিৎ কৌরের মূল বাসস্থান। সেখানেও তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জানা গেছে, তিনি প্রায় দুই হাজার শিখ তীর্থযাত্রীর একটি দলের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন। সবাই ফিরে এলেও তিনি ফেরেননি।

 

ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সরবজিৎ কৌরের আগের বিয়ে ভেঙে গেছে ও তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থাকেন। তাদের দুই ছেলে রয়েছে।

 

কাপুরথালার পুলিশ কর্মকর্তা নির্মল সিং জানান, স্থানীয় পঞ্চায়েত প্রধানের মাধ্যমে বিষয়টি তারা জেনেছেন, তবে এখনো সরবজিৎ কৌরের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

 

বিয়ের পরপরই উধাও হয়ে যাওয়া সরবজিৎ কৌর ও নাসির হুসেনের অবস্থান নিয়ে ভারত ও পাকিস্তান, দুই দেশেই জোর তদন্ত চলছে। আদালতের শুনানি আগামী সোমবার (২৪ নভেম্বর) হওয়ার কথা। এর আগে তারা সামনে না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানি নাসিরকে বিয়ে করলেন ভারতীয় সরবজিৎ, নাম রাখা হল ‘নূর’

আপডেট সময় ১২:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

 

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারতীয় নারী সরবজিৎ কৌরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তার ভিসার মেয়াদ শেষ হলেও তিনি ভারতে ফেরেননি। শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানে গিয়ে ইসলাম গ্রহণ ও পাকিস্তানি নাগরিককে বিয়ের পর থেকেই তিনি ‘আত্মগোপনে’ চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

 

 

পাঞ্জাবের শেখপুরা জেলার পুলিশ কর্মকর্তা বিলাল জাফর শেখ জানান, ৪৮ বছর বয়সী সরবজিৎ কৌর পাকিস্তানের নাসির হুসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই তাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে কয়েকটি এলাকায় তল্লাশি চালানো হলেও, সন্ধান মেলেনি। নাসিরের বাড়িও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

 

জানা গেছে, সরবজিৎ কৌর ৪ নভেম্বর শিখ তীর্থযাত্রীদের দলের সঙ্গে পাকিস্তান পৌঁছান। পরদিন নানকানা সাহিব যাওয়ার কথা থাকলেও ৭ নভেম্বর তিনি শেখপুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হয়ে জানান, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাসির হুসেনকে বিয়ে করেছেন। তার নতুন নাম রাখা হয়েছে ‘নূর’।

 

বিয়ের নথি অনুযায়ী, নাসির হুসেনের বয়স ৪৩ বছর ও দেনমোহর ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। নাসির আগে থেকেই বিবাহিত, নথিতে এটিও উল্লেখ রয়েছে।

 

আইনজীবী আহমেদ হাসান পাশা জানান, বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে ও এই দম্পতি দীর্ঘ ৯ বছর ধরে একে অপরকে চিনতেন। ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের যোগাযোগ ও ছয় মাস আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

 

তবে ১৫ নভেম্বর দুই দেশের কর্মকর্তাদের সামনে তাদের জবানবন্দি নেওয়ার জন্য ডাকা হলেও তারা হাজির হননি। এরপর থেকেই নাসিরের ফোন বন্ধ ও দম্পতির অবস্থান অজানা।

 

 

এদিকে, শেখপুরা পুলিশের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন সরবজিৎ কৌর। অভিযোগে তিনি বলেছেন, আমাকে কেউ অপহরণ করেনি, আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি ও নাসিরকে বিয়ে করেছি। পুলিশ বাড়িতে ঢুকে জোর করে আমাকে নিয়ে যেতে চাইলে আমি অস্বীকৃতি জানাই।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পাঞ্জাব পুলিশের মুখপাত্র রানা ইউনুস বলেন, আমরা কাউকে হয়রানি করিনি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই একাধিক সংস্থা তদন্ত করছে।

 

ভারতের পাঞ্জাবের কাপুরথালায় সরবজিৎ কৌরের মূল বাসস্থান। সেখানেও তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জানা গেছে, তিনি প্রায় দুই হাজার শিখ তীর্থযাত্রীর একটি দলের সঙ্গে পাকিস্তানে গিয়েছিলেন। সবাই ফিরে এলেও তিনি ফেরেননি।

 

ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সরবজিৎ কৌরের আগের বিয়ে ভেঙে গেছে ও তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থাকেন। তাদের দুই ছেলে রয়েছে।

 

কাপুরথালার পুলিশ কর্মকর্তা নির্মল সিং জানান, স্থানীয় পঞ্চায়েত প্রধানের মাধ্যমে বিষয়টি তারা জেনেছেন, তবে এখনো সরবজিৎ কৌরের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

 

বিয়ের পরপরই উধাও হয়ে যাওয়া সরবজিৎ কৌর ও নাসির হুসেনের অবস্থান নিয়ে ভারত ও পাকিস্তান, দুই দেশেই জোর তদন্ত চলছে। আদালতের শুনানি আগামী সোমবার (২৪ নভেম্বর) হওয়ার কথা। এর আগে তারা সামনে না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।