ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের ধারাবাহিক বিজয় শিক্ষাঙ্গনে পরিবর্তনের বার্তা দিচ্ছে। তার মতে, এসব ছাত্র সংসদ নির্বাচনের ফল দেশের জাতীয় রাজনীতিতেও সরাসরি প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪–২৫ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সাদ্দাম বলেন, যেসব বড় ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে শিবির বিজয়ী হয়েছে, সেখানে লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করে। তাই এসব ফল দেশের রাজনৈতিক গতিপথেও প্রতিফলিত হবে।
বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপি ধারার দিকে বায়াসড আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ডিসি-এসপি স্তরেও এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন সাদ্দাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি শিবির সভাপতি হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ানুল হক।




















