ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বিভিন্ন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। সম্প্রতি আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এসব নেতাকর্মীকে দলে ফিরিয়ে আনছে দলটি।
তবে এর মাঝে ভুলবশত এক নেতার বহিষ্কারের আদেশ প্রত্যাহর করে আবার সংশোধনী দিয়ে তা বহাল রাখার তথ্য জানিয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাজিম সরকারের বহিষ্কারের আদেশ ভুলবশত আজ (বৃহস্পতিবার) প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি যে নাজিম সরকারের বহিষ্কারাদেশ বহাল রয়েছে।
এদিকে বৃহস্পতিবার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।



















