বিয়ের দিনের সমস্ত প্রস্তুতি শেষ। সাজগোজের জন্য মেকআপ নিতে যাচ্ছিলেন নববধূ। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। ফলে বহু প্রতীক্ষিত স্বপ্নের বিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে। তবে সবাইকে অবাক করে দিয়ে এক অনন্য সিদ্ধান্ত নিলেন হবু স্বামী—ভালবাসার টানে হাসপাতালেই সম্পন্ন হলো বিয়ে।
শুক্রবার (২১ নভেম্বর) ভারতের কেরালা রাজ্যের থাম্বলিতে নির্ধারিত ছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু নববধূ কুমারাকুমের বিয়ের প্রস্তুতির পথে দুর্ঘটনার কারণে সব পরিকল্পনায় ছেদ পড়ে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেকআপ নিতে যাওয়ার সময় নববধূর গাড়ি দুর্ঘটনায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেক সোর হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়।
নববধূর আহত অবস্থায় বিয়ে পিছিয়ে না দিয়ে বর তার সম্মান ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে হাসপাতালে বিয়ের সিদ্ধান্ত নেন। চিকিৎসক, নার্স ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের কক্ষেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
হাসপাতালে সীমিত আকারে বিয়ে হলেও, দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে আনন্দ আয়োজনে অংশ নেন। নববধূ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই ঐতিহ্যবাহী নিয়মে আবারও পূর্ণ আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পরিবার।

























