ভূমিকম্পে বাংলাদেশে আতঙ্কের রেশ কাটতেই না কাটতেই মিয়ানমার উপকূলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকপে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্রের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে একই দিনে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (BMKG) জানিয়েছে, এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ২১ নভেম্বর বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। পরদিন শনিবার আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়। ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, এগুলো ভূমিকম্পের আফটাশক।

























