ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা, একিউআই ২৩৪—বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

বায়ুদূষণের সূচকে আবারও অবনতি হয়েছে রাজধানী ঢাকা শহরের। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ২৩৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এ মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই ৪০৪—বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’। তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যেখানে বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৯২), ইরানের তেহরান (১৮৯) ও পাকিস্তানের করাচী (১৮৯); তিন শহরেই বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫–এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ৩২ গুণ বেশি পাওয়া গেছে।

রাজধানীর সাতটি এলাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৫৮)। এরপর রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২৪৯), বেচারাম দেউড়ি (২৪৮), দক্ষিণ পল্লবী (২৪০), কল্যাণপুর (২৩৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৩) ও গোড়ান (২১০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১+ : দুর্যোগপূর্ণ

ঢাকা বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রায় অবস্থান করায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বেড়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বে দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা, একিউআই ২৩৪—বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে

আপডেট সময় ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বায়ুদূষণের সূচকে আবারও অবনতি হয়েছে রাজধানী ঢাকা শহরের। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ২৩৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এ মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই ৪০৪—বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’। তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যেখানে বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৯২), ইরানের তেহরান (১৮৯) ও পাকিস্তানের করাচী (১৮৯); তিন শহরেই বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫–এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ৩২ গুণ বেশি পাওয়া গেছে।

রাজধানীর সাতটি এলাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৫৮)। এরপর রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২৪৯), বেচারাম দেউড়ি (২৪৮), দক্ষিণ পল্লবী (২৪০), কল্যাণপুর (২৩৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৩) ও গোড়ান (২১০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১+ : দুর্যোগপূর্ণ

ঢাকা বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রায় অবস্থান করায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বেড়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।