ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ২৮ জন আহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। সোমবার রাজ্যের তেনকাসি জেলার একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বাস এবং কোভিলপট্টিগামী আরেকটি বাস তেনকাসি এলাকায় পৌঁছালে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থলেই ৬ যাত্রীর মৃত্যু ঘটে। আহত ২৮ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা কালেক্টরকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক

ভারতে বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ২৮ জন আহত

আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। সোমবার রাজ্যের তেনকাসি জেলার একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বাস এবং কোভিলপট্টিগামী আরেকটি বাস তেনকাসি এলাকায় পৌঁছালে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থলেই ৬ যাত্রীর মৃত্যু ঘটে। আহত ২৮ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা কালেক্টরকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।