মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও কারাবন্দি শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে মিছিলটি তত্ত্বাবধায়ক ছাত্র কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার সঞ্চালনায় বক্তব্য দেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান এবং ডাকসু সদস্য হেমা চাকমা।
ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, “সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমাদের দায়িত্ব হলো জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় সব প্রতিষ্ঠানকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা। বাংলাদেশকে সবসময় দেশের মানুষ রক্ষা করেছে।”
ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, “সব ধর্ম, জাতি ও গোষ্ঠীর মানুষকে কথা বলার, গান গাইবার ও নাচ করার অধিকার নিশ্চিত করতে হবে। বাউল যেমন রাস্তায় গান গায়, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষকে তার স্বাধীনতা উপভোগ করার অধিকার দিতে হবে।”


























