আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। দাবি করেছেন, তাদের একমাত্র সন্তান মানতাহা ইসলাম সানভীকে (১১) জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন তনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন সোয়েব। তিনি জানান, ২০১৩ সালের ২৮ জুন তাদের বিয়ে হয় এবং একমাত্র সন্তান সানভী জন্ম নেয়। দাম্পত্য কলহের জেরে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হন। আদালতের শর্ত অনুযায়ী নাবালিকা সানভী মায়ের কাছেই বড় হচ্ছিল।
কিন্তু সোয়েবের অভিযোগ—
-
মেয়েকে ঢাকায় আটকে রেখেছেন তনি
-
বাবার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন না
-
ইংল্যান্ড প্রবাসী স্বামী সিদ্দিকের সঙ্গে সানভীকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন
তিনি দাবি করেন, তনি মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করে ব্যবসায়িক স্বার্থে ভাইরাল করছেন, যা শিশুটিকে মানসিক চাপে ফেলছে।
এ বিষয়ে গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন দাখিল করেছেন সোয়েব। আদালত তা আমলে নিয়ে ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
জানা গেছে—
-
সোয়েব কিশোরগঞ্জ শহরের গাইটাল জেমিনি রোড এলাকার বাসিন্দা
-
রোবাইয়াত ফাতিমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে
-
বর্তমানে তিনি ঢাকার বনানীতে বসবাস করেন
-
আলাদা হওয়ার পর তনি দুইবার বিয়ে করেন, সর্বশেষ ইংল্যান্ড প্রবাসী সিদ্দিককে


























