পাবনার ঈশ্বরদীর পাবনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ অস্বীকার করেছেন হাবিব। তিনি দাবি করেছেন, এসব ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার কোনো দায়ও নেই।
এক অডিও বার্তায় হাবিব বলেন, “আমার এখানে কোনো দোষ ছিল না। তারা (জামায়াত) সেখানে গিয়ে আমাদের লোকজনকে মারধর শুরু করেছে—অনেককে আহতও করেছে। আমাদের লোকজন তো ছড়িয়ে–ছিটিয়ে ছিল। তাদের হামলার পর এলাকায় সাধারণ মানুষ আমাদের সঙ্গে এক হয়ে তাদের ধাওয়া করে। তখন তারা গুলি করতে করতে সরে যায়।”
তিনি আরও বলেন, “জামায়াত বিভিন্ন দিক থেকে জনরোষের শিকার হয়েছে। আমি ঘটনাস্থলে যাইওনি, জানিও না। গাড়িতে কারা গুলি করেছে, তার ভিডিও ফুটেজও আছে। আমাকে দায়ী করার কোনো কারণ নেই। সবই মিথ্যা অভিযোগ।”


























