কয়েকদিন আগেও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের বিরুদ্ধে অবস্থান নেওয়া মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বৃহস্পতিবারই মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় যোগ দিলেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার খানপুর বরফকল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী সংসদের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “দলের জন্য কাজ করতে গিয়ে অনেকেই জেল-জুলুমের শিকার হয়েছেন। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।”
বিবিধ বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহ্মেদ, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আব্দুস সবুর সেন্টুসহ অনেকে।
এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী অন্য চারজন—আবু জাফর আহমেদ বাবুল, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও টিপু—মাসুদুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে মাসুদুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় টিপু তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।


























