ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে গণসংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কায়েম: “নব্য ফ্যাসিবাদিদের নতুন বাংলাদেশে স্থান নেই”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনায় বুধবার (২৭ নভেম্বর) বক্তৃতা করেন। তিনি বলেছেন, “ফ্যাসিবাদী কাঠামোর মতো পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে নতুন বাংলাদেশের মানুষ তার আগের চেয়ে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। কেউ যদি নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, আমরা তাকে সাবধান করছি।”

সাদিক কায়েম আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা ক্ষমতায় এসেছে। তারা সত্য ও ইনসাফের পক্ষের। আমাদের প্রজন্মকে সচেতন থাকতে হবে, ভোটকেন্দ্রগুলো নিরাপদ রাখতে হবে এবং ভোটের মাধ্যমে কোনো টাকা-পয়সার প্রভাব চলবে না। যারা টাকা দিয়ে ভোট কিনতে আসবে, তাদের থেকে বিরত থাকতে হবে। এটি শহীদদের আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসের প্রশ্ন।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদের সময় নাগরিকদের উপর হুমকি, গুম ও চাঁদাবাজি চলত। আজ নতুন বাংলাদেশে এই ধরনের হুমকি চলবে না। কেউ অন্যায় করলে প্রতিবাদ করতে হবে এবং আমি ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব।”

পার্বত্য চট্টগ্রাম ও খাগড়াছড়ি অঞ্চলের প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, “এ অঞ্চলে পর্যটন, কৃষি ও শিক্ষার সম্ভাবনা রয়েছে। সঠিক নেতৃত্ব থাকলে এ অঞ্চলের সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আগামী নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নতুন পরিবর্তন আনবেন।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, জেলা ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের প্রতিনিধি।


 

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

খাগড়াছড়িতে গণসংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কায়েম: “নব্য ফ্যাসিবাদিদের নতুন বাংলাদেশে স্থান নেই”

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনায় বুধবার (২৭ নভেম্বর) বক্তৃতা করেন। তিনি বলেছেন, “ফ্যাসিবাদী কাঠামোর মতো পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে নতুন বাংলাদেশের মানুষ তার আগের চেয়ে কঠোর প্রতিক্রিয়া দেখাবে। কেউ যদি নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, আমরা তাকে সাবধান করছি।”

সাদিক কায়েম আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা ক্ষমতায় এসেছে। তারা সত্য ও ইনসাফের পক্ষের। আমাদের প্রজন্মকে সচেতন থাকতে হবে, ভোটকেন্দ্রগুলো নিরাপদ রাখতে হবে এবং ভোটের মাধ্যমে কোনো টাকা-পয়সার প্রভাব চলবে না। যারা টাকা দিয়ে ভোট কিনতে আসবে, তাদের থেকে বিরত থাকতে হবে। এটি শহীদদের আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসের প্রশ্ন।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদের সময় নাগরিকদের উপর হুমকি, গুম ও চাঁদাবাজি চলত। আজ নতুন বাংলাদেশে এই ধরনের হুমকি চলবে না। কেউ অন্যায় করলে প্রতিবাদ করতে হবে এবং আমি ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব।”

পার্বত্য চট্টগ্রাম ও খাগড়াছড়ি অঞ্চলের প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, “এ অঞ্চলে পর্যটন, কৃষি ও শিক্ষার সম্ভাবনা রয়েছে। সঠিক নেতৃত্ব থাকলে এ অঞ্চলের সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আগামী নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নতুন পরিবর্তন আনবেন।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, জেলা ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের প্রতিনিধি।