ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অত্যন্ত সংকটময় অবস্থায় হাসপাতালে খালেদা জিয়া; দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “চেয়ারপার্সন যেন সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করতে পারেন—এ দোয়া সবাইকে করতে আহ্বান জানাই।”

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিশেষ দোয়া মোনাজাত শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, গত দুইদিন ধরে খালেদা জিয়া আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, “গত রাতেই ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ—সবই তিনি সহ্য করেছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”

আজ জুমার নামাজের পর সারাদেশেই বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ড ও দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১৫ অক্টোবর এক দিনের জন্য তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন।

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন

অত্যন্ত সংকটময় অবস্থায় হাসপাতালে খালেদা জিয়া; দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “চেয়ারপার্সন যেন সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করতে পারেন—এ দোয়া সবাইকে করতে আহ্বান জানাই।”

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিশেষ দোয়া মোনাজাত শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, গত দুইদিন ধরে খালেদা জিয়া আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, “গত রাতেই ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ—সবই তিনি সহ্য করেছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”

আজ জুমার নামাজের পর সারাদেশেই বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ড ও দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১৫ অক্টোবর এক দিনের জন্য তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন।