মুন্সিগঞ্জের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিল্টন মল্লিককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল্টন মল্লিককে আটক করার পর আইনগত প্রক্রিয়া শেষে রাতেই তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ৪৬ বছর বয়সী মিল্টন দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও বিস্ফোরণের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।
এর আগে চলতি বছরের ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে তার বাসা থেকে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার ও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, চর এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার গ্রুপ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুত করেছিল।




















