ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় অনুষ্ঠান থেকে বের হয়ে নিখোঁজ; পরদিন রাস্তার পাশে মিলল সংগীতশিল্পী সুমন খলিফার লাশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩২) নামে এক সংগীতশিল্পীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রোববার রাতে সুমন তার স্ত্রী ও সহশিল্পী সোনিয়া আক্তারকে সঙ্গে নিয়ে পঞ্চবটি এলাকায় একটি অনুষ্ঠানে গান গাইতে যান। অনুষ্ঠান চলাকালে তিনি বাইরে বের হয়ে গেলে আর ফেরত আসেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তার স্ত্রী সোনিয়া বলেন, “সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তার হত্যার খবর পাই।”

পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

ফতুল্লায় অনুষ্ঠান থেকে বের হয়ে নিখোঁজ; পরদিন রাস্তার পাশে মিলল সংগীতশিল্পী সুমন খলিফার লাশ

আপডেট সময় ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩২) নামে এক সংগীতশিল্পীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, রোববার রাতে সুমন তার স্ত্রী ও সহশিল্পী সোনিয়া আক্তারকে সঙ্গে নিয়ে পঞ্চবটি এলাকায় একটি অনুষ্ঠানে গান গাইতে যান। অনুষ্ঠান চলাকালে তিনি বাইরে বের হয়ে গেলে আর ফেরত আসেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।

নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তার স্ত্রী সোনিয়া বলেন, “সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তার হত্যার খবর পাই।”

পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।