সোমবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় সুমন খলিফা (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মৌচাক এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সকালে হারুনের পরিত্যক্ত বাড়ির সামনের আধাপাকা রাস্তা থেকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, বাউল শিল্পীর স্বামী সুমনকে কুপিয়ে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।


























