অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ ঘটনায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান জানান, গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁর দিকে ধেয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে তাঁর শ্যালক পেছন থেকে টেনে ধরায় তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম… মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’
এর আগে আরেক পোস্টে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে রাশেদ খান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া রয়েছে… তাঁর প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির এই ঐক্য জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত।’


























