ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

৩০ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বক্তব্যটি প্রচার হতে থাকলে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় ওঠে।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিনের ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়—“আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ—এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত… আপনারা ওয়াদা করতে হবে যে…”—এরপরই ভিডিওটি শেষ হয়।

ভিডিওটি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়ই তিনি এই মন্তব্য করেন।

বিতর্কিত বক্তব্য নিয়ে স্পষ্টীকরণ দিয়েছেন হাজী জসীম উদ্দিন। তিনি আমার দেশকে বলেন, “আমি নেতাকর্মীদের বলেছি—নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। কেউ যদি এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে আল্লাহর গজব হবে। ২৮ মিনিটের বক্তব্যের ছোট অংশ কাটছাঁট করে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “বক্তব্যটি আমি এখনও দেখিনি। তবে তিনি যদি এমন কিছু বলে থাকেন, সেটি বিএনপির অবস্থান নয়। সংগঠনবিরোধী কিছু হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

৩০ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বক্তব্যটি প্রচার হতে থাকলে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় ওঠে।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিনের ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়—“আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ—এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত… আপনারা ওয়াদা করতে হবে যে…”—এরপরই ভিডিওটি শেষ হয়।

ভিডিওটি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়ই তিনি এই মন্তব্য করেন।

বিতর্কিত বক্তব্য নিয়ে স্পষ্টীকরণ দিয়েছেন হাজী জসীম উদ্দিন। তিনি আমার দেশকে বলেন, “আমি নেতাকর্মীদের বলেছি—নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। কেউ যদি এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে আল্লাহর গজব হবে। ২৮ মিনিটের বক্তব্যের ছোট অংশ কাটছাঁট করে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “বক্তব্যটি আমি এখনও দেখিনি। তবে তিনি যদি এমন কিছু বলে থাকেন, সেটি বিএনপির অবস্থান নয়। সংগঠনবিরোধী কিছু হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”