বিএনপি মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, “আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান এক নন। আগে আমরা দেখেছি তিনি নিজেই একটি গাড়ি নিয়ে ঘুরেছেন, কিন্তু এখন অনেক কিছু চিন্তা-ভাবনা করে পথ চলতে হবে।”
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিলম্বের বিষয়ে রুমন বলেন, “লিখিতভাবে ডাক্তার জাহিদ উপস্থিত আছেন—উনাকেই পার্টি থেকে এটা জানাতে অনুমতি দেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ প্রক্রিয়ায় দেরি হচ্ছে। আপডেট এখনো পাওয়া যায়নি। তবে পার্টি পর্যায়ে ফোনে যোগাযোগ চলছে।”
তিনি আরও বলেন, “যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা সম্ভব হয়, তা নিয়েও চিন্তা করা হচ্ছে। একজন মুমূর্ষু রোগীকে দীর্ঘ সময় রাখা ঠিক নয়। যত দ্রুত সম্ভব তাকে নেওয়ার চেষ্টা করা হবে। তবে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা নেই, ইয়ার অ্যাম্বুলেন্স রওনা দেয়ার পরই প্রাথমিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”




















