ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪০০ মাইল দূরে বদলি, ক্ষোভে ফেসবুক লাইভে শিক্ষক নেতা আবুল কাশেম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

 

সারা দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক বদলি নির্দেশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম। গত ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোট ৪২ জন শিক্ষককে বদলি করা হয়।

আবুল কাশেম বহুদিন ধরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত আদেশে তাকে প্রায় ৪০০ মাইল দূরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ফেসবুক লাইভে এসে তিনি বলেন,
‘আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে, তাতে আমি বিচলিত নই। আমার মতো আরও শতাধিক শিক্ষক, যারা তিন দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের পার্শ্ববর্তী জেলা ও বিভাগে বদলি করা হয়েছে। আরো অনেকের বদলি হতে পারে। এ নিয়ে কেউ বিচলিত হবেন না।’

তিনি আরও জানান,
‘খুব শিগগিরই কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। প্রয়োজনে জেলে যাওয়ার প্রস্তুতিও রয়েছে।’

এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ফুলপুরে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কারণে সব পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে অভিভাবকদের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইউএনওর নির্দেশে পরীক্ষাগুলো পুনরায় শুরু করা হয়েছে।


জনপ্রিয় সংবাদ

৪০০ মাইল দূরে বদলি, ক্ষোভে ফেসবুক লাইভে শিক্ষক নেতা আবুল কাশেম

আপডেট সময় ০২:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

সারা দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক বদলি নির্দেশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম। গত ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোট ৪২ জন শিক্ষককে বদলি করা হয়।

আবুল কাশেম বহুদিন ধরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত আদেশে তাকে প্রায় ৪০০ মাইল দূরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ফেসবুক লাইভে এসে তিনি বলেন,
‘আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে, তাতে আমি বিচলিত নই। আমার মতো আরও শতাধিক শিক্ষক, যারা তিন দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের পার্শ্ববর্তী জেলা ও বিভাগে বদলি করা হয়েছে। আরো অনেকের বদলি হতে পারে। এ নিয়ে কেউ বিচলিত হবেন না।’

তিনি আরও জানান,
‘খুব শিগগিরই কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। প্রয়োজনে জেলে যাওয়ার প্রস্তুতিও রয়েছে।’

এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ফুলপুরে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কারণে সব পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে অভিভাবকদের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইউএনওর নির্দেশে পরীক্ষাগুলো পুনরায় শুরু করা হয়েছে।