ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী এক সপ্তাহে ‘শক্তিশালী ভূমিকম্প’ হতে পারে, সতর্ক থাকতে বলল জাপান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

 

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটি আগামী এক সপ্তাহ আরও বড় ধরনের কম্পনের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে বলেছে। বার্তাসংস্থা আনাদোলো মঙ্গলবার (৯ ডিসেম্বর) জানায়, জাপান এই প্রথমবারের মতো ‘মেগা ভূমিকম্প’ সতর্কতা জারি করেছে।

সোমবার রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল অমোরি উপকূলের ৫৩ কিলোমিটার গভীরে। এর পরপরই ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার আরও অন্তত দুটি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা কমিয়ে নিম্ন-স্তরে নামিয়ে আনে আবহাওয়া দপ্তর।

ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উঁচু ঢেউ দেখা গেছে। শক্তিশালী কম্পনে অন্তত ২৩ জন আহত হন এবং অমোরি অঞ্চলের দুই হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

আগামী এক সপ্তাহে ‘শক্তিশালী ভূমিকম্প’ হতে পারে, সতর্ক থাকতে বলল জাপান

আপডেট সময় ০৬:২৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটি আগামী এক সপ্তাহ আরও বড় ধরনের কম্পনের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে বলেছে। বার্তাসংস্থা আনাদোলো মঙ্গলবার (৯ ডিসেম্বর) জানায়, জাপান এই প্রথমবারের মতো ‘মেগা ভূমিকম্প’ সতর্কতা জারি করেছে।

সোমবার রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল অমোরি উপকূলের ৫৩ কিলোমিটার গভীরে। এর পরপরই ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার আরও অন্তত দুটি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা কমিয়ে নিম্ন-স্তরে নামিয়ে আনে আবহাওয়া দপ্তর।

ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উঁচু ঢেউ দেখা গেছে। শক্তিশালী কম্পনে অন্তত ২৩ জন আহত হন এবং অমোরি অঞ্চলের দুই হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু