শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রহণ করা ঐতিহাসিক খাল খনন প্রকল্প পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যদি আবারও বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা খাল খননের সেই কাজ নতুন করে শুরু করব।”
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেশের ৭৫টি জেলা ইউনিটের ছাত্রদলের এক হাজারেরও বেশি নেতা অংশ নেন। বিএনপি সম্প্রতি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষি, বেকারত্ব, সামাজিক সুরক্ষা ও পরিবেশ বিষয়ক আটটি খাতে কীভাবে কাজ করবে—এ নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অঙ্গ সংগঠনের অংশগ্রহণে এসব আয়োজন চলবে।
তারেক রহমান বলেন, বায়ু দূষণ রোধ, পরিবেশ উন্নয়ন, বর্জ্য অপসারণ, ক্রীড়ার প্রসার, শিক্ষা-স্বাস্থ্য খাতের সংস্কার, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও স্বাস্থ্য কার্ড—এসব বিষয়ে বিএনপির পরিকল্পনাকে জনগণের কাছে তুলে ধরতে হবে। নেতা-কর্মীদের তিনি নির্দেশ দেন, “আপনারা জনগণের দ্বারগৌড়ায় গিয়ে এসব পরিকল্পনা পৌঁছে দিন।”
প্রার্থী নয়, মুখ্য হচ্ছে ধানের শীষ
নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ ক্ষোভ বা মনোমালিন্য ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, “প্রার্থী কে—তা মুখ্য নয়। মুখ্য হচ্ছে দল, মুখ্য হচ্ছে ধানের শীষ, মুখ্য হচ্ছে দেশ।”
আগামী দুই মাসের মধ্যে বিএনপির সব পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
‘একজন ভালো, সবাই খারাপ—এই প্রচারণার পরিবর্তন জরুরি’
তারেক রহমান বলেন, “একজন ভালো আর সবাই খারাপ—এ রকম প্রচার আওয়ামী লীগ আমলে চলেছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। এর পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।”
কারও নাম উল্লেখ না করলেও তিনি বলেন, গত ১৬ বছরে এবং ৫ আগস্টের পরও এই মনোভাব কিছু অংশে বিদ্যমান—যা বহুদলীয় গণতন্ত্রের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, “মানুষের মত প্রকাশের অধিকার থাকতে হবে। একমাত্র একজন ভালো, বাকিরা খারাপ—এটা গণতন্ত্রের জন্য ডেঞ্জারাস।”
অনুষ্ঠানে আরও যারা বক্তব্য দেন
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, আন্তর্জাতিক বিষয়ক কমিটির বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে ছাত্রদলের নেতাদের আহ্বান জানানো হয় মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা রেখে জনগণকে বিএনপির উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত করতে।




















