বগুড়ার শাজাহানপুরে পিস্তল উঁচিয়ে জনসম্মুখে হুমকি দেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস করিম সনি। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে বেজোড়া দক্ষিণ পাড়ায় ‘বেজোড়া যুবসংঘ’ আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এ ঘটনা ঘটে। সনি বেজোড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
সরেজমিনে জানা যায়, রাতে সনি টুর্নামেন্ট মাঠে এসে মোটরসাইকেলটি সাউন্ড বক্সের ওপর তুলতে গেলে আয়োজক কমিটির সদস্য রুবেল হোসেনসহ উপস্থিতরা আপত্তি জানান। এতে ক্ষুব্ধ হয়ে সনি বাড়িতে গিয়ে কোমর থেকে একটি পিস্তল বের করে রুবেলকে গুলি করার চেষ্টা করেন। মুহূর্তেই স্থানীয় শত শত মানুষ তাকে ঘিরে ফেলে, পিস্তলটি কেড়ে নেয় এবং মারধর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সনিকে আটক করে এবং পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রুবেল হোসেন জানান, “সনি কেলায় দাওয়াত না পাওয়ায় ক্ষোভে আমাকে গুলি করতে আসে। পিস্তলটি আমি তার হাত থেকে কেড়ে নিয়েছিলাম—এটি খুব ভারী ছিল। কিন্তু এক রাতের মধ্যে সেটি খেলনা পিস্তল হয়ে গেল, বিষয়টি অত্যন্ত রহস্যজনক।”
পরদিন সকালে থানায় মামলা করতে গেলে ওসি তৌহিদুল ইসলাম মামলা নিতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে তিনি বলেন, উদ্ধার করা পিস্তলটি খেলনা। তবে স্থানীয়দের দাবি, সনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসাসহ নানা অপরাধে দীর্ঘদিন ধরে জড়িত।
ঘটনার পর সকাল থেকেই বহিষ্কৃত নেতাকে ছাড়াতে থানা চত্বরে দেখা যায় শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীকে। তিনি জানান, সনি দলের সাবেক নেতা হওয়ায় তার খোঁজখবর নিতে এসেছেন।
শাজাহানপুর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ডিউটি অফিসার এসআই রোজিনা জানান, ওসির নির্দেশে শুধুমাত্র জিডি নেওয়ার কথা বলা হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, বিষয়টি তিনি সম্পূর্ণ জানেন না; খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
























