ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চৌধুরী পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নুরুল ইসলাম (একজন সিএনজি অটোরিকশা চালক) নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলামের পিতা। তার বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, যাত্রী বহন করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, নিহতের পিঠের বাম পাশে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত নয়, মামলার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

বারংবার দু র্নী তি তে চ্যাম্পিয়ন করা কোনো দলকে আর সুযোগ দেয়া যাবে না: চরমোনাই পীর

ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চৌধুরী পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নুরুল ইসলাম (একজন সিএনজি অটোরিকশা চালক) নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলামের পিতা। তার বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, যাত্রী বহন করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, নিহতের পিঠের বাম পাশে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত নয়, মামলার প্রক্রিয়া চলছে।