ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

২১ ঘণ্টা ধরে গর্তে আটকে দুই বছরের সাজিদ, উদ্ধারে দিনভর মরিয়া চেষ্টা, খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার দুপুরে নলকূপের পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে টানা ২১ ঘণ্টার চেষ্টায়ও সফলতা মিলেনি। রাতভর মাটি খনন, ক্যামেরা নামানো—সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন খোঁড়া হচ্ছে বিশেষ সুড়ঙ্গ। শিশুটিকে নিরাপদে বের করে আনতে চলছে নিঃশ্বাসবন্ধ করা অভিযান।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় দুই বছরের সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট—তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী—একযোগে উদ্ধার অভিযান শুরু করে।

প্রথমে স্কেভেটর দিয়ে ৩০ ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়। রাতভর কয়েক দফা গর্তে ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি। যদিও ঘটনার পরপরই বিকেলে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল।

বৃহস্পতিবার ভোরের পর আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এবার শিশুটির অবস্থানে পৌঁছাতে তৈরি করা হচ্ছে বিশেষ সুড়ঙ্গ। সকাল থেকেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “৩৫ ফুট পর্যন্ত খোঁড়ার পর শিশুটিকে না পাওয়া গেলে আরও বিকল্প পরিকল্পনা নেওয়া হবে। আমরা শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

শিশু সাজিদকে উদ্ধারে এ সময় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা আর অপেক্ষার চাপা স্রোত। পরিবার-পরিজন ও স্থানীয়রা প্রার্থনা করছেন—যেন ছোট্ট সাজিদকে দ্রুত জীবিত অবস্থায় উদ্ধার করা যায়।

জনপ্রিয় সংবাদ

২১ ঘণ্টা ধরে গর্তে আটকে দুই বছরের সাজিদ, উদ্ধারে দিনভর মরিয়া চেষ্টা, খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ

আপডেট সময় ১২:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার দুপুরে নলকূপের পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে টানা ২১ ঘণ্টার চেষ্টায়ও সফলতা মিলেনি। রাতভর মাটি খনন, ক্যামেরা নামানো—সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন খোঁড়া হচ্ছে বিশেষ সুড়ঙ্গ। শিশুটিকে নিরাপদে বের করে আনতে চলছে নিঃশ্বাসবন্ধ করা অভিযান।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় দুই বছরের সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট—তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী—একযোগে উদ্ধার অভিযান শুরু করে।

প্রথমে স্কেভেটর দিয়ে ৩০ ফুট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়। রাতভর কয়েক দফা গর্তে ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি। যদিও ঘটনার পরপরই বিকেলে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল।

বৃহস্পতিবার ভোরের পর আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এবার শিশুটির অবস্থানে পৌঁছাতে তৈরি করা হচ্ছে বিশেষ সুড়ঙ্গ। সকাল থেকেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “৩৫ ফুট পর্যন্ত খোঁড়ার পর শিশুটিকে না পাওয়া গেলে আরও বিকল্প পরিকল্পনা নেওয়া হবে। আমরা শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

শিশু সাজিদকে উদ্ধারে এ সময় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা আর অপেক্ষার চাপা স্রোত। পরিবার-পরিজন ও স্থানীয়রা প্রার্থনা করছেন—যেন ছোট্ট সাজিদকে দ্রুত জীবিত অবস্থায় উদ্ধার করা যায়।