ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান, বগুড়া-৬ থেকে নির্বাচন করবেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। দেশে ফিরে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে দলীয় ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে এখনো পর্যন্ত তিনি ভোটার নন। নির্বাচনে প্রার্থী হতে হলে তারেক রহমানকে ভোটার হিসেবে নিবন্ধিত হতে হবে, আর এজন্য ২৯ ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরা জরুরি।

ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ফিরেই তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তপশিল ঘোষণা হওয়া সত্ত্বেও তারেক রহমান ভোটার হতে আইনি কোনো বাধা নেই। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও নিশ্চিত করেছেন, কমিশন চাইলে যে কোনো সময় তার নাম ভোটার তালিকায় যুক্ত করতে পারে। আইন অনুযায়ী এ সিদ্ধান্ত আদালতেও প্রশ্নযোগ্য নয়।

ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রার্থীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সে হিসেবে তারেক রহমানের উদ্দেশ্য পরিষ্কার—দেশে ফিরেই ভোটার হয়ে বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন জমা দেওয়া।

লন্ডন সূত্রের ভাষ্য, মহান বিজয় দিবসে দেশে ফেরার আলোচনা থাকলেও শেষ সপ্তাহেই তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তার বিশ্বস্ত নেতারা ইতোমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছেন। ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করলেও সেখান থেকেই তিনি ভার্চ্যুয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এদিকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে অবস্থান করছেন এবং ইতোমধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হাসিনা, কামাল ও হাদির ওপর হা ম লা কা রী দে র ফিরিয়ে না দিলে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্র তি রো ধ হবে

২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান, বগুড়া-৬ থেকে নির্বাচন করবেন

আপডেট সময় ১২:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। দেশে ফিরে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে দলীয় ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে এখনো পর্যন্ত তিনি ভোটার নন। নির্বাচনে প্রার্থী হতে হলে তারেক রহমানকে ভোটার হিসেবে নিবন্ধিত হতে হবে, আর এজন্য ২৯ ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরা জরুরি।

ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ফিরেই তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তপশিল ঘোষণা হওয়া সত্ত্বেও তারেক রহমান ভোটার হতে আইনি কোনো বাধা নেই। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও নিশ্চিত করেছেন, কমিশন চাইলে যে কোনো সময় তার নাম ভোটার তালিকায় যুক্ত করতে পারে। আইন অনুযায়ী এ সিদ্ধান্ত আদালতেও প্রশ্নযোগ্য নয়।

ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রার্থীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সে হিসেবে তারেক রহমানের উদ্দেশ্য পরিষ্কার—দেশে ফিরেই ভোটার হয়ে বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন জমা দেওয়া।

লন্ডন সূত্রের ভাষ্য, মহান বিজয় দিবসে দেশে ফেরার আলোচনা থাকলেও শেষ সপ্তাহেই তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তার বিশ্বস্ত নেতারা ইতোমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছেন। ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করলেও সেখান থেকেই তিনি ভার্চ্যুয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এদিকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে অবস্থান করছেন এবং ইতোমধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।