ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের লোক—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার ঢাকা পোস্টকে বলেন, “আমি এমন কোনো কথা বলিনি। এগুলো বোগাস ও ভুয়া বক্তব্য। ইতোমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করে তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী দাবি করেন, ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী হামলাকারী শিবিরের সঙ্গে জড়িত। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রিজভী অভিযোগ করেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই একটি পক্ষ ফেসবুকে বিএনপি নেতা মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে পোস্ট দেয়, যা পরিকল্পিত অপপ্রচার। তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন হামলাকারী পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি রয়েছে।

তিনি বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে দেশে ‘মব কালচার’ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ হামলাকে তিনি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৭:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের লোক—ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার ঢাকা পোস্টকে বলেন, “আমি এমন কোনো কথা বলিনি। এগুলো বোগাস ও ভুয়া বক্তব্য। ইতোমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এআই দিয়ে তৈরি একটি ছবি প্রচার করে তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী দাবি করেন, ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী হামলাকারী শিবিরের সঙ্গে জড়িত। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রিজভী অভিযোগ করেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই একটি পক্ষ ফেসবুকে বিএনপি নেতা মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে পোস্ট দেয়, যা পরিকল্পিত অপপ্রচার। তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন হামলাকারী পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি রয়েছে।

তিনি বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে দেশে ‘মব কালচার’ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ হামলাকে তিনি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য জানানো হয়নি।