ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের কল্যাণে ও ষড়যন্ত্র থামাতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

দেশের কল্যাণ এবং চলমান ষড়যন্ত্র থামাতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের কল্যাণে যদি সবাই ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে ষড়যন্ত্র এখনো থেমে নেই। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই ষড়যন্ত্র বন্ধ হবে, আর সে জন্যই যেকোনো মূল্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তিনি চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার ঘটনার কথাও উল্লেখ করে বলেন, এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে কি না, তা তদন্ত হওয়া উচিত।

অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ পরিচালনা করেছে, বিএনপি সেভাবে দেশ পরিচালনা করবে না। তিনি বলেন, বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করা হবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিবিদদের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। বসে থাকলে চলবে না। বিএনপির পরিকল্পনাগুলো শুধু জনগণের দোরগোড়ায় পৌঁছালেই হবে না, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মীর বড় দায়িত্ব হলো দলের পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা কার্যকর করার জন্য মাঠে সক্রিয় থাকা।

জনপ্রিয় সংবাদ

দেশের কল্যাণে ও ষড়যন্ত্র থামাতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

আপডেট সময় ০৮:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

দেশের কল্যাণ এবং চলমান ষড়যন্ত্র থামাতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের কল্যাণে যদি সবাই ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে ষড়যন্ত্র এখনো থেমে নেই। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই ষড়যন্ত্র বন্ধ হবে, আর সে জন্যই যেকোনো মূল্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তিনি চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার ঘটনার কথাও উল্লেখ করে বলেন, এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে কি না, তা তদন্ত হওয়া উচিত।

অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ পরিচালনা করেছে, বিএনপি সেভাবে দেশ পরিচালনা করবে না। তিনি বলেন, বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করা হবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিবিদদের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। বসে থাকলে চলবে না। বিএনপির পরিকল্পনাগুলো শুধু জনগণের দোরগোড়ায় পৌঁছালেই হবে না, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মীর বড় দায়িত্ব হলো দলের পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা কার্যকর করার জন্য মাঠে সক্রিয় থাকা।