ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব বাংলাদেশ সরকারের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে সুযোগ দেওয়া নিয়ে ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়।

তলবের সময় বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। সন্দেহভাজনরা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব বাংলাদেশ সরকারের

আপডেট সময় ০৫:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে সুযোগ দেওয়া নিয়ে ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়।

তলবের সময় বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। সন্দেহভাজনরা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ।