ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তার পর এ পদে থাকার আর কোনো নৈতিক অধিকার তার নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, তার অধীনে আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—সে বিষয়টি জনগণকে ভাবতে হবে। আমরা আশা করব, অবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়।

সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ইতোমধ্যে উঠেছে। আমাদের মতে, নৈতিকভাবে তিনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বরং জুলাই বিপ্লবীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও তারা আগের মতো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে, তবে সেই ধারণা ভুল। আগামীকাল বিজয় দিবস। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস আমাদের পর্যালোচনা করতে হয়। ১৬ ডিসেম্বর আমরা যেমন বিজয় অর্জন করেছি, তেমনি সেদিন থেকেই আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, সেই প্রতিরোধের ধারাবাহিকতা আজও অব্যাহত রাখতে হচ্ছে। আগামীকাল আমরা সারা দেশের রাস্তায় রাস্তায় প্রতিরোধের যাত্রা শুরু করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব।

জনপ্রিয় সংবাদ

১৬ বছর গোয়েন্দা সংস্থাগুলো গু ম-খু ন দক্ষতার সঙ্গে করেছে, ৫ আগস্টের পর কাউকে গ্রে ফ তা র করতে পারে না!

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

আপডেট সময় ০৯:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তার পর এ পদে থাকার আর কোনো নৈতিক অধিকার তার নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, তার অধীনে আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—সে বিষয়টি জনগণকে ভাবতে হবে। আমরা আশা করব, অবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়।

সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ইতোমধ্যে উঠেছে। আমাদের মতে, নৈতিকভাবে তিনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বরং জুলাই বিপ্লবীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও তারা আগের মতো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে, তবে সেই ধারণা ভুল। আগামীকাল বিজয় দিবস। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস আমাদের পর্যালোচনা করতে হয়। ১৬ ডিসেম্বর আমরা যেমন বিজয় অর্জন করেছি, তেমনি সেদিন থেকেই আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, সেই প্রতিরোধের ধারাবাহিকতা আজও অব্যাহত রাখতে হচ্ছে। আগামীকাল আমরা সারা দেশের রাস্তায় রাস্তায় প্রতিরোধের যাত্রা শুরু করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব।