রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ মোট ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জানান, দ্রুত বিচার আইনের পৃথক দুই থানার মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করা হলে আদালত যুক্তি শুনে আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম নিরব, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবসহ আরও অনেকে।
মামলার সূত্রে জানা গেছে, পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০১৩ সালের মার্চ মাসে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। একই বছরের ২৬ মার্চ ওই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া একই ধরনের অভিযোগে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।



















